1996 খ্রি. কারমাইকেল কলেজ, রংপুর বিএসএস (অর্থনীতি) অধ্যায়ন কালে এক অবসরে বগুড়া কয়েক দিন অবস্থান করি। নট্রামস, বগুড়ায় ভ্রমণ সময়ে জানতে পারি প্রকৌশলী জনাব আব্দুল মান্নান সরকার দুইটি কম্পিউটার (একটি ভাঙ্গাচোরা ও একটি সচল) নিয়ে প্রথমে নট্রামস চালু করেন। মূলত তখন থেকেই আমার মনে একটা লালিত স্বপ্ন জন্ম লাভ করে। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে 2001 খ্রি. অত্র এলাকায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) বর্তমানে বিএমটি শিক্ষাক্রম প্রতিষ্ঠানসমূহ অনুমোদনের ব্যাপক সাড়া অনুভূত হয় এবং অত্র এলাকার জনগোষ্ঠি কারিগরি শিক্ষার দিকে মনোনিবেশ করতে থাকে। কিন্তু কম্পিউটার বিষয়ে তেমন কোন উল্লেখ যোগ্য ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি। তাই 28 নভেম্বর 2007 খ্রি. তারিখে দীর্ঘ দিনের লালিত স্বপ্নকে বাস্তবায়নের নিমিত্তে ও এলাকার জনগোষ্ঠিকে দক্ষ জনবল তৈরির মানষে একটি কম্পিউটার, স্পীকার ও একটি প্রিন্টার ক্রয় করে প্যাসিফিক কম্পিউটার এডুকেশন নামে মানসম্মত কম্পিউটার প্রশিক্ষণের ব্রত নিয়ে যাত্রা শুরু করি এবং 13 জানুয়ারি 2011 বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড (360 ঘন্টা) এর অনুমোদন প্রাপ্ত হই। অভিজ্ঞ নির্বাহী কমিটি ও সুদক্ষ প্রশিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় মনোরম পরিবেশে বর্তমানে প্রতিষ্ঠানে উত্তরোত্তর ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাচ্ছে এবং উন্নত মানসম্মত প্রশিক্ষণ শেষে দেশে-বিদেশে অবদান রাখছে। ভবিষ্যতে আরোও শিক্ষাক্রম চালুর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Design and develop by Nur Mohammed